শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১
The Daily Post

দুর্গাপূজা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ৭দিন বন্ধ 

লালমনিরহাট প্রতিনিধি     

দুর্গাপূজা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ৭দিন বন্ধ 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল শুল্ক স্টেশন ও স্থলবন্দর দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিসহ ৭ দিন বন্ধ থাকবে। বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরের ওপারে ভারতের কোচবিহার রাজ্যের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ী ও গাড়ি চালকসহ তিন সংগঠনের যৌথ সিদ্ধান্তের চিঠি দিয়ে এ বন্ধের কথা জানিয়েছে। 

এতে এ দুই স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বুড়িমারী শুল্ক স্টেশন, স্থলবন্দর কর্তৃপক্ষ, আমদানি-রপ্তানি গ্রুপ ও সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন চিঠি পেয়েছেন এবং বন্ধের সত্যতা জানিয়েছেন। তবে উভয় স্থলবন্দরের পুলিশ অভিবাসন (ইমিগ্রেশন) চৌকি খোলা থাকবে ও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২১ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ৬ দিন ভারতের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখবে ও বাংলাদেশে ২৭ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় এদিনসহ মোট ৭ দিন বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকছে। 

আগামী ২৮ অক্টোবর থেকে যথারীতি বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। ভারতের চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, চ্যাংড়াবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন যৌথসভা শেষে পূজায় ৬ দিন আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। 

এ সংক্রান্ত চিঠি বুড়িমারী স্থল শুল্ক স্টেশন (কাস্টমস্ কর্তৃপক্ষ), বন্দর কর্তৃপক্ষ, বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, পুলিশ ইমিগ্রেশন ও ভারতীয় চ্যাংরাবান্ধা ও ভুটান স্থল শুল্ক স্টেশন কাস্টমস্ কর্তৃপক্ষকে দেয়।  

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা উপ-পরিদর্শক মুর হাসান কবির বলেন, ‘পূজায় ব্যবসায়ীরা উভয় দেশের স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখবে জানিয়েছে। তবে, দুই দেশের পুলিশ অভিবাসন (ইমিগ্রেশন) চৌকি খোলা থাকবে ও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন বলেন, দুর্গাপূজায় স্থলবন্দরের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার ব্যাপারে চিঠি দিয়ে জানিয়েছে।

টিএইচ